মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় প্রতি বছর ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ০৮ মাস জাটকা (২৫ সে.মি আকারের চেয়ে ছোট ইলিশ) আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় দন্ডনীয় অপরাধ। *** বাংলাদেশ সামুদ্রিক জলসীমায় সামুদ্রিক মাছের সুষ্ঠূ প্রজনন ও মজুদ সংরক্ষণ এবং সহনশীল মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এ ধারা ৩ এর উপধারা(২) এর ক্ষমতা বলে ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ।
মৎস্যচাষী ভাইদের জন্য পরামর্শ : বাজারজাতযোগ্য মাছ আহরণ করে বাজারজাত করুন । অধিক ঘনত্বে মাছ মজুদ থাকলে মজুদ ঘনত্ব কমিয়ে আনুন। অনাকাঙ্খিত যে কোন দুর্ঘটনা এড়াতে পুকুরে পাহাড়ার ব্যবস্থা করুন,সজাগ থাকুন । বন্যায় যাতে মাছ ভেসে যেতে না পারে সেজন্য বানা,জাল এর ব্যবস্থা করুন । পুকুরে অক্সিজেনের অভাবে বা অন্য কোন কারনে মাছ ভেসে ওঠলে বা মারা যাওয়া শুরু হলে দ্রুত পানি পরিবর্তনের ব্যবস্থা করুন। অক্সিজেন ট্যাবলেট,পটাশিয়াম পার ম্যাঙ্গানেট চুন সহ পানির গুনাগুন সঠিক রাখার প্রয়োজনীয় উপকরনাদি সংগ্রহে রাখুন এবং প্রয়োজনে প্রয়োগ করুন । পরামর্শক্রমে - মোঃ মাহবুব আলম তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা),বাউফল, পটুয়াখালী, মোবাইলঃ ০১৭৬৯৪৫৯৬১৮,০১৭১২১৪৬৬২৯
Md. Syful Islam Senior Upazila Fisheries Officer Bauphal, Patuakhali.Phone: 02478882875